নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ

ইআইআইএনঃ ১১১৯১২, কলেজ কোড (এইচএসসিঃ) ৭২৫০, ডিগ্রীঃ ৫২০৪
সভাপতির বাণী
...
সভাপতির বাণী

ব্রহ্মপুত্র নদবিধৌত মহুয়-মলুয়ার দেশ নামে খ্যাত শিক্ষার নগরী ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাসিরাবাদ কলেজ । ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটি নানা সমস্যা কাটিয়ে মসৃণ পথে এগিয়ে যেতে শুরু করেছে ।

প্রতিষ্ঠাকাল হতেই এ প্রতিষ্ঠানটির শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক । এ কলেজের দুজন সাবেক শিক্ষক অধ্যাপক যতীন সরকার এবং অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী জাতীয় পদকে ভূষিত হয়েছেন; একজন জীবদ্দশায়, আরেকজন মরণোত্তর । দু’জনই এ কলেজকে গৌরবান্বিত করেছেন । বর্তমানে যে সকল শিক্ষক এ প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি আরো সমৃদ্ধ হচ্ছে । ইতোমধ্যে এ কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি দশটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে । বর্তমান গভর্নিং বডি কলেজটির অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে ক্রমাগত । আমাদের প্রত্যাশা- গভর্নিং বডি, সুদক্ষ শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দের যৌথ প্রয়াসে অচিরেই এ কলেজটি বাংলাদেশের একটি আদর্শ কলেজে পরিণত হবে।