Nasirabad College, Mymensingh

EIIN on: 111912, College Code(HSC): 7250, Degree: 5204
Infrastructure
নাসিরাবাদ কলেজ ক্যাম্পাসে রয়েছে মোট চারটি বহুতল ভবন। 
ভবনসমূহ হলো- 
১. একাডেমিক ভবন 
২. প্রশাসিনিক ভবন 
৩. বিজ্ঞান ভবন
৪. আইসিটি ভবন। 
এছাড়াও প্রাচীন ঐতিহ্যের স্মারক বহন করছে সুদীর্ঘ টিন শেড। 

কলেজে রয়েছে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক দুটি হোস্টেল। 
ছাত্র হোস্টেলে ৭০ জন ছাত্রের এবং ছাত্রী হোস্টেলে  ৭২ জন ছাত্রীর আবাসনের সুব্যবস্থা রয়েছে।